আমাদের মধ্যে যারা মালাকুল মউত কে দেখে ফেলেছে তারা শান্ত হয়ে গিয়েছেআর যারা মালাকুল মউতের কথা ভুলে গেছে তারা ব্যস্ত সময় পার করছে।
আমাদের মধ্যে যারা আজ কবরবসি হয়ে আছে তাদের কেউই যানতো না কখন তার জন্য মালাকুল মউত আসার সময় হবে অথচ সবার মাথার কাছে মালাকুল মউত এসে হাজির হয়েছিলো হঠাৎ করেই। তাদের কেউই হয়ত কল্পনা করতে পারেনি এই সময়টা? আমি তো ভেবেছিলাম আমার আরো একটু বয়স হবে। আমি তো এখনো বিয়েই করিনি। আমি তো ছোট শিশু, আমার তো অনেক দায়িত্ব, আমার ছেলে মেয়েদের কি হবে? আমার ব্যবসার কি হবে? জানেন তাদের কেউই একটা টু শব্দ করতে পারেনি, এ কথা বলা তো দুরের কথা কেন এখনি এলে?
প্রত্যেকেই চলে গেছে অথচ কেউ একমুহুর্ত সময় বের করতে পারেনি। যাদের শিয়রে মালাকুল মউত এসে দাড়িয়ে গিয়েছিলো, আমরা যারা এখনো সেই মালাকুল মউতকে দেখতে পাইনি তারা কখনই বুঝতে পারবো না সেই অনুভূতি, কতটা রক্তশীতল কারি, হৃদপিন্ড বন্ধকারি অনুভূতি ছিলো সেই মুহুর্তে। তারা তো সেই সময় পার করে গেছে, তারা তাদের সব পরিকল্পনা যাস্ট স্টপ করে চলে গিয়েছে, একমুহুর্ত কেউ অপেক্ষা করেনি। আমরা কি ভাবছি? আমাদের কাছে মালাকুল মউত আসবে না? আমরা দেখতে পাবো না সেই মৃত্যুর ফেরেশতা কে? অথচ পৃথিবীতে আজীবন বেঁচে আছে এমন একজনও নেই। আমরা কি শত শত মানুষের মৃত্যু দেখেও একটু শান্ত হয়ে রবের সামনে মাথা নত করতে পারি? যাস্ট একটু ব্রেক! কি হবে এত পরিকল্পনা করে? কি দাম আছে এই দুনিয়ার পরিকল্পনা দিয়ে? কারা তাদের পরিকল্পনা সম্পন্ন করে চলে যেতে পেরেছে? কোন রাজা বাদশা তার সকল কাজ শেষ করতে পেরেছিলো? অথচ নবী সুলায়মান আঃ যখন বায়তুল মুক্বাদ্দাস নির্মাণ করছিলেন তখন তার নিকটে মালাকুল মউত এসেছিলেন, তখনো মসজিদের কিছু আনুসাঙ্গিক কাজ বাকি থেকে গিয়েছিলো বলে, রবের পরিকল্পনা অনুযায়ি তিনি লাঠিতে ভর করে মৃত্যুর পরও ১ বছর দাড়িয়ে ছিলেন। একজন নবি কেও সময় দেয়া হয়না, কেউই মৃত্যুকে থামিয়ে একমুহুর্ত জীবিত থাকতে পারেনি। আর কাকে ভাবছো? ফেরাউন, নমরুদ? কেউ না, শত শত সৈন্য, সম্পদ কাজে আসেনি।
আমাদের মাঝে কে জানে তার কখন কিভাবে মৃত্যু হবে? কোন বিজ্ঞানী? না কেউ জানে না। সবাই যে, মারা যাবে এটা সবাই জানে অথচ আমরা নিজেদের নফসকে নিয়ন্ত্রন করতে পারি না। শত শত মানুষের জানাযায় উপস্থিত হয়ে একমাত্র ধ্রুব সত্যকে বার বার দেখেও যাগতিক সকল কিছু দিয়ে ভুলে থাকার ভান করে থাকি। আমাদের প্রচেষ্টা দেখলে মনেই হবে না আমরা মৃত্যুর কথা স্মরন করে কাজ করি। আবার আমাদের মাঝে কেউ কেউ তো মৃত্যুকে এমন ভাবে ভুলে থাকি যেন আমার কখনো মৃত্যু হবে না।
শুনো হে নফস, তুমি যেই হও না কেন, যার মৃত্যুর কথা মনে থাকবে আর যার মনে থাকবে না তারা প্রত্যেকেই এই মৃত্যুর ফেরেশতাকে দেখবো। যাস্ট অজানা সেই সময়টা পর্যন্ত অপেক্ষা মাত্র।


0Comments
Post a Comment