Why Star have 5 corners?

আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন স্টার চিহ্নটার কেনো ৫টি কর্ণার থাকে? অথচ স্টার বা তারা কিন্তু বস্তুত ৫ কোনা বিশিষ্ট নয়। মুলত তারা হচ্ছে নক্ষত্র অর্থাৎ যার নিজের আলো রয়েছে যেমনঃ আমাদের নিকটবর্তী সূর্য হচ্ছে একটি তারা। তো সূর্য কি পাঁচ কোনা বিশিষ্ট? না নয়, বরং সূর্য আকারে গোল। 

এখন যদি আপনি গুগল করেন কেন একটি তারকার ৫টি কোনা থাকে? কেনো ৬টি নয় বা ৪টি নয়? তখন যে উত্তর পাবেন তা সহজ করে বললে এরকম, প্রথমে মানুষ যেভাবে তারকার সিম্বল একেছে সেটা ৫ কোনা বিশিষ্ট ছিলো তাই তারা/স্টার হলো ৫ কোনা বিশিষ্ট। 

অনেক মানুষ এই উত্তর পেয়েই সন্তুষ্ট হতে পারেন, কিন্তু প্রশ্ন হলো কেনো মানুষ স্টারের সিম্বল তৈরি করার সময় ৫ কর্ণারকে বেছে নিলো? কেনো তারা অন্য কোন সংখ্যাকে বেচে নিলো না, আপনি হয়ত ভাবছেন এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? তারার সিম্বল চার কোন হোক আর ৫ কোনা হোক তাকে কি আসে যায়? আপাত দৃষ্টিতে কিছু আসে না গেলেও এর পিছনে একটি পুরাতন ওপেন সিক্রেট বিলিভ রয়েছে, আর সেটাই তারার সিম্বলকে ৫ কোনা বানাতে ইনফ্লুয়েন্স করেছে। 

এই উত্তর আপনি গুগল করে নাও পেতে পারেন। কারন এটি একটি পুরানত, সিক্রেট বিলিভের অংশ। যাইহোক একটি তারকা/স্টারের ৫টি কর্ণার হবার সাথে স্টার বিং এর সম্পর্ক রয়েছে। তারকা কেন ৫কর্ণার বিশিষ্ট হলো এটা বুঝতে এখন এই স্টারবিং কি এটা বুঝতে হবে। চলুন শুরু করা যাক 

স্টার বিং এমন একধরনের বিশ্বাস যেখানে ভাবা হয়, মানুষের রুপে বা পুরাতন কোন মানুষের দেহে (মৃত্যুর পর) বহির্জগত থেকে বিশেষ একধরনের আত্মা পৃথিবীতে আসে যারা স্পেশাল বা অস্বাভাবিক বা সুপার ন্যাচারাল গুনের অধীকারি হয়ে থাকে। তারা যেহেতু মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম গ্রহন করে তাই তারা পূর্বের স্মৃতি ভুলে যায় এবং পৃথিবীতে তাদের আসার উদ্দেশ্যও মনে করতে পারে না এবং এভাবে কিছু বছর যাবার পর তারা আস্তে আস্তে স্মৃতি ফিরে পায়, এবং তারা তাদের অতিত, তাদের উৎপত্তি এবং তাদের মিশন সম্পর্কে স্পষ্ট হয়ে যায়। এই স্মৃতি ফিরে পাওয়া বিষয়টা বিভিন্ন ভাবে ঘটতে পারে যেমন, হঠাৎ করে এমনি এমনি অথবা দীর্ঘদিন মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে। (এখন হয়ত আপনি বুঝতে পারছেন সবাইকে মেডিটেশন করাতে ব্যাপারে কিছু কিছু মানুষ কেন এত সংগ্রাম করছে। বিশেষ করে, সোলারা আনটা দের মত মানুষ যাদের বেশিরভাগই মুলত ইয়াহুদি) 

আপনি হয়ত ভাবতে পারেন এই বিশ্বাস হয়ত অশিক্ষিত কোন গোষ্ঠির হবে হয়ত, আসলে না, এই বিশ্বাস বিশ্বের জ্ঞানী ক্ষমতাধরন মানুষদের এবং তারা এই স্টার বিং হওয়ার ও খোঁজার প্রচেষ্টায় রয়েছেন। আপনি যদি indigo children লিখে গুগলে সার্চ করেন তবে নতুন নতুন অনেক কন্টেনই পাবেন। এগুলো নিয়ে মুভি পর্যন্ত রয়েছে। 

যাই হোক বলছিলাম স্টার কেন ৫ কর্ণার বিশিষ্ট হলো, আসলে এই স্টার বিং দের রিপ্রেজেন্ট করতে এইভাবে তারাকে আঁকা হয়েছে। তারা উপরের কোন মানুষের মাথার অংশ, দুইদিকে দুই হাত এবং নিচে দুই পা এবং যেহেতু তারা সুপারন্যাচারাল তাই তারা উজ্জল তারা মত। নিচের ছবিটি দেখুন

star being

Star বলতে Star being বিষয়টা এমন ভাবেই তৈরি করা। তবে ইয়াহুদিরা যে স্টার বিং কে খুঁজছে তা যৌক্তিক এবং তারা তাকে একদিন খুঁজে পাবে। সে হবে দাজ্জাল যার এমন সুপার ন্যাচারাল ক্ষমতা থাকবে যে মানুষকে অলৌকিক অনেক কিছুই করে দেখাতে পারবে। আল্লাহ সেই দাজ্জাল কে ঈসা আঃ দ্বারা ধ্বংস করবেন। যাই হোক স্টারের বিভিন্ন সিম্বল অনলাইনে পাওয়া যায়, তার মধ্যে এই ৫ কর্ণার বিশিষ্ট স্টারই বহুল ব্যবহৃত এবং স্টার বলতে এটাকেই বুঝানো হয়ে থাকে। আর এর পিছনে যে বিষয়টি ইনফ্লুয়েন্স করেছে সে বিষয়টি নিয়ে আপনি আরো গবেষণা করে দেখতে পারেন কিন্তু সাবধানে।