Scene 01
আফরিনা একজন শিক্ষিত, স্মার্ট ও সচেতন মেয়ে। আফরিনার বিয়ের জন্য যখন তার পাত্র দেখা হচ্ছিলো। আফরিনার বাবা-মা বেশ কিছু পাত্রের বায়োডাটা থেকে দুইটি বায়োডাটা আফরিনার হাতে দিয়ে বললো এদের মধ্য থেকে একজনকে চয়েস করতে।
আফরিনার বাবা-মা যে দুইটি বায়োডাটা দিয়েছিলো তার প্রাথমিক বর্ণনা ছিলো এমনঃ-
১। ছেলে উচ্চ শিক্ষিত, যথেষ্ট স্মার্ট, সুদর্শন
(ফর্সা), লম্বা, হেল্থি, এবং ভালো চাকরি করেন, সিকিউর জব, মাসে আনুমানিক ৮০ হাজার টাকা
বেতন পান কিন্তু ছেলের ক্যারেক্টার নিয়ে একটু সমস্যা রয়েছে, বলা যায় এর পূর্বে ছেলের
একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো।
২। ছেলে উচ্চ শিক্ষিত, যথেষ্ট স্মার্ট, সুদর্শন
(ফর্সা), লম্বা, হেল্থি, এবং চাকরি করেন তবে বেতন ২০ হাজার এবং জব সিকিউর নয় কিন্তু
প্রথম জনের মত এই ছেলের ক্যারেক্টারে কোন সমস্যা নেই। তার কোন প্রেমের সম্পর্ক ছিলো
না। ছেলে ধার্মিক এবং সহজ সরল।
আফরিনআ অনেক ভেবে চিন্তে একদিন পর তার সিদ্ধান্ত জানালো যে, সে এদের মধ্যে প্রথম জনকে বিয়ে করতে চায়। তখন তাকে প্রশ্ন করা হলো কেনো সে প্রথম জনকে বিয়ে করতে চায়? যেখানে প্রথম ছেলের ক্যারেক্টারে সমস্যা রয়েছে এবং দ্বিতীয় ছেলেটি যেখানে তার মতই উচ্চ-শিক্ষিত ও স্মার্ট?
তখন আফরিনা যে উত্তরটি দিয়েছিলো তা হলো, প্রথম
ও দ্বিতীয় ছেলের মধ্যে দুইজনই কাছাকাছি গুণের হওয়া সত্ত্বেও আমি প্রথম জনকে বেছে নিয়েছি
কারন প্রথম জনের জব সিকিউর ও তার স্যালারি ভালো। সে আমার যাবতিয় চাহিদা সহজে পুরন করতে পারবে এবং আমরা অর্থনৈতিক চাপে পড়বো না। যদিও প্রথম ছেলের পূর্বে একাধিক প্রেমের সম্পর্ক ছিলো কিন্তু
সেগুলো তার অতীতের আর আমি অতীত নিয়ে তেমন মাথা ঘামাইনা। বর্তমানে সে ভালো থাকলেই হলো।
Scene 02
হিমেল একজন উচ্চ-শিক্ষিত, স্মার্ট ও ভদ্র ছেলে। বর্তমানে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। হিমেলের পিতা-মাতা চায় তাকে বিয়ে করাতে। তাই তারা কিছু মেয়ের বায়োডাটা থেকে বাছাই করে দুইটি বায়োডাটা হিমেলকে দিলো এবং বললো এদের মধ্য থেকে একজনকে পছন্দ করতে।
হিমেলের বাবা-মা যে দুইটি বায়োডাটা দিয়েছিলো
তার প্রাথমিক বর্ণনা ছিলো এমনঃ-
১। মেয়ে উচ্চশিক্ষিত, স্মার্ট, সুন্দরী, ভদ্র,
সংসারের কাজে পারদর্শী, কিন্তু অতীতে কলেজ, ইউনিভার্সটিতে থাকতে তার একাধিক প্রেমের
সম্পর্ক ছিলো। তবে মেয়ের পিতার সামাজিক মর্যাদা, ক্ষমতা ও অর্থসম্পত্তির কোন কমতি নেই।
২। মেয়ে উচ্চশিক্ষিত, স্মার্ট, সুন্দরী, ভদ্র,
সংসারের কাজে পারদর্শী এবং পর্দাশীল কখনো বেগানা পুরুষের সাথে মিশতো না। তবে মেয়ের
পিতার তেমন কোন অর্থ সম্পত্তি নেই এবং সামাজিক মর্যাদা ও ক্ষমতা প্রথম মেয়ের পিতার
তুলনায় সামান্য।
হিমেলও ২৪ ঘন্টা সময় নিয়ে তার সিদ্ধান্ত জানলো। কি ভাবছেন আপনি বুঝতে পেরেছেন হিমেল কোন বায়োডাটাটি বেছে নিয়েছে? তাহলে দেখুন আপনার সাথে মিলে কি না। হিমেল সচেতন ভাবে দ্বিতীয় বায়োডাটার মেয়েকে বেছে নিয়েছে এবং তাকে বিয়ে করতে চায়।
এবার হিমেলকে প্রশ্ন করা হলো কেনো তুমি প্রথম বায়োডাটাকে সিলেক্ট করলে না? প্রথম
মেয়ের বাবার অনেক অর্থ সম্পত্তি ও ক্ষমতা ছিলো তাছাড়া তারা অনেক বড় পরিবার। কেনো তুমি
গরিব ঘরে বিয়ে করতে চাচ্ছো? তখন হিমেল খুবই স্পষ্ট ভাবে উত্তর দিলো, এই দুই মেয়ের মধ্যে
সকল গুনই প্রায় সমান তবে প্রথম মেয়ের অতীত দেখলে বুঝা যায় তার চরিত্রে কিছুটা সমস্যা
আছে আর তাই তাকে আমি বিয়ে করতে আগ্রহী না। আর তারা পিতার সম্পত্তির দরকার থাকলেও চরিত্রের
তুলনায় সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়।
Moral of the story
Men care about women's past, whereas women care
about the man's future.
0Comments
Post a Comment