coin

মসজিদে সেদিন মাগরিবের সলাত আদায় করছিলাম। ফরজ সলাত শেষে সবাই তাসবিহ তাহলিল নিয়ে ব্যাস্ত। মাগরিবের সলাতে আমরা যেমন তাড়াহুড়া করে আসি তেমনি যেন তাড়াহুড়া করে চলে যেতে চাই। কিন্তু আমার পাশের মুসল্লিকে দেখে তেমন মনে হলো না। এবার একটু ভালোভাবে খেয়াল করলাম বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক, কিন্তু যখন মসজিদের দান বক্স চালু হলো তখন অনেক কষ্ট করে কোমরে রাখা একটা থলে বের করলেন এবং দান করলেন। আমার একদম পাশেই হওয়ায় স্পষ্ট বুঝতে পারছিলাম তার কাছে প্রায় সব টাকাই ছোট নোটের, মানে আমরা যে গুলোকে খুচরা টাকা বলি। আল্লাহু আকবার আমি কখনোই এভাবে ভাবিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা না করে পারলাম না। আল্লাহ কত মহান যে আমার কাছে খুচরা টাকা নেই।

আমি প্রতিবারই যখন দান করার কথা ভাবি তখন চিন্তা করি আমার কাছে কি খুচরা টাকা আছে? যদি থাকে তবে পকেটে হাত দেই, আর যদি বুঝতে পারি খুচরা টাকা নেই তবে, খুচরা নেই অযুহাতে দান করা এড়িয়ে যাই। কিন্তু আমি কখন ভাবিনি এই যে, আমার কাছে খুচরা নেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাকে করা অন্যতম বড় রহমত। কি হতো যদি আমার কাছে থাকা সব টাকা বড় নোট হবার পরিবর্তে শুধু খুচরা টাকা হতো? যদি সব খুচরা হয়ে যায় তবে তো আমার কাছে আর তেমন টাকাই থাকতো না। কিন্তু বড় নোট থাকায় আমার কাছে এখন ঐ ব্যাক্তির থেকে অনেক বেশি টাকা কিন্তু আমার অন্তর ঐ ব্যাক্তির তুলনায় অত্যন্ত ছোট কারন তার কাছে মাত্র কিছু টাকা আছে আর তিনি সেখান থেকেই কিছু দান করলেন। আমার কাছে আরো বেশি আছে তবুও আমি দান করতে পারছিনা কারন আমার কাছে খুচরা নেই। আমি কি তাহলে চাচ্ছি আমার কাছে থাকা সব টাকা খুচরা হোক? না মোটেও না...

এসব ভাবতে ভাবতে একটা হাদিসের কথা মনে পড়লো, আল্লাহ আমাদের অন্তর বা নিয়াতের দিকেই দেখেন। মানে আল্লাহ ইবাদতের কোয়ানটিটি দেখেন না, আল্লাহ দেখেন কোয়ালিটি, মানুষের প্রচেষ্টা, নিয়াত।

একজন মানুষের হাজার টাকা দান করার থেকে কারো ৫ টাকা দান করা আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। কারো কাছে হয়ত কোটি কোটি টাকা আছে আর সে সেখান থেকে হাজার টাকা দান করলো অথচ অন্য একজনের কাছে সামান্য টাকা আছে, (হয়ত মোটে ৫০ বা ১০০ টাকাই আছে) আর সে সেখান থেকে ৫ টাকা বা ১০ টাকা দান করলো। এই দুই দান কখনই সমান নয়। 

আল্লাহ আমাদের নোট দিয়েছেন, যেন আমরা নোট দিয়েই দান করি। আল্লাহ আমাদের উপর রহমত করে সম্পদ দিয়েছেন। দুনিয়ার জীবন সহজ করে দিয়েছেন, তাহলে আমরা কি এখন কৃপনতা করবো খুচরা নেই বলে? তবে যার কাছে শুধু সামান্য টাকাই আছে তিনি কি করবেন? সুবাহানআল্লাহ এটাই বেশি টাকা থাকার এক পরিক্ষা। 

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,

“তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহরই নিকট রয়েছে মহা পুরস্কার” (৬৪/১৫)

এই সম্পদের পরীক্ষা হলো, হারাম ইনকাম থেকে, কৃপণতা থেকে বেচে থাকার পরিক্ষা, দুনিয়া প্রীতির পরীক্ষা। আল্লাহ আমাদের টাকা দিয়েছেন যেন আমরা বেশি দান করে বেশি সওয়াব অর্জন করতে পারি, অথচ আমরা আমাদের অন্তরের কৃপণতার জন্য সেই সওয়াব অর্জন করতে পারি না। আমি আমার নিজের কথাই বলছি হয়ত আমার সাথে অনেকের মিলে যেতে পারে, আমরা যখন খুচরা নেই বলে এড়িয়ে যাই তখন আমরা যে পরিক্ষার খাতায় পজেটিভ কিছু নিয়ে ফিরি না, তা বলার অপেক্ষা রাখেনা।