একটা পরিক্ষা দিতে বসেছি। পরিক্ষায় যে প্রশ্ন গুলো করা হয়েছে সেগুলোর উত্তর আমি জানি না৷ আমি ভুল অপশন গুলা মার্ক করে যাচ্ছি৷ আমি নিজেকে পরিক্ষাটি না দেয়া থেকে বিরত রাখতে পারছি না এবং প্রশ্ন গুলো এড়িয়ে যেতে পারছি না৷ প্রশ্নের সঠিক উত্তর করতে না পারায় আমার মধ্যে গিল্টি ফিল হচ্ছে...
গিল্টি ফিল হতে হতেই পরিক্ষাটি পুনরায় শুরু হলো, আমি আবারো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছিন৷ আমি নিজেকে পরিক্ষাটি না দেয়া থেকে বিরত রাখতে পারছি না এবং প্রশ্ন গুলোকেও এড়িয়ে যেতে পারছি না৷ প্রশ্নের সঠিক উত্তর করতে না পারায় আমার মধ্যে গিল্টি ফিল হচ্ছে৷ আমার মনে হচ্ছে কেন এগুলো আমি পারিনা, আমার এগুলো পারা উচিত। ভাবতে ভাবতেই
পরিক্ষাটি পুনরায় শুরু হলো, আমি আবারো সেই প্রশ্ন গুলোর সঠিক উত্তর করতে পারছিন৷ আমি আবারো নিজেকে পরিক্ষাটি না দেয়া থেকে বিরত রাখতে পারছি না এবং প্রশ্ন গুলোকেও এড়িয়ে যেতে পারছি না৷ আমি ভাবছি এই পরিক্ষা আমি আরো দিয়েছি এই প্রশ্ন গুলো আমি পারি না, আমার মাঝে নিজের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে ছিঃ পারি না৷ এবার আমার স্থির থাকা কঠিন হয়ে যাচ্ছে, প্রশ্ন গুলো বার বার চোখের সামনে ভাসছে আর গিল্টি ফিল হচ্ছে
এমন হতে হতেই পরিক্ষাটি পুনরায় শুরু হলো, আমি আবারো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছিন৷ আমি আবারো নিজেকে পরিক্ষাটি না দেয়া থেকে বিরত রাখতে পারছি না এবং প্রশ্ন গুলোকেও এড়িয়ে যেতে পারছি না৷ আমার অস্থিরতা বেড়ে গেছে। এবার মনে মনে ভাবছি কেন আমি বার বার একটা লুপে আটকে যাচ্ছি? কেন থামতে পারছি না৷ এসব ভাবতে গিয়ে পরিক্ষায় বসার সেই লুপটি আরো দ্রুত গতিতে চলতে শুরু করলো, বার বার হতেই থাকলো...
হঠাৎ করেই জেগে উঠলাম, অবচেতন মনে পরিক্ষা চলার রেশ এখনো আছে,জেগে ওঠার পরোও আমার ফোকাস সে দিকে যেতে চাচ্ছে, আমি জোর করে সে সব কথা ভাবতে চাচ্ছি না, গুগল করতে শুরু করলাম৷ OCD সম্পর্কে আগে থেকেই একটু জানা ছিলো, তবুও নিজেকে সান্তনা দেবার চেস্ট করছি মাত্র। একটু পর মনে পড়লো এইতো রাত সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়েছিলাম এখন রাত দেড়টা এতক্ষন কি তবে আমার ব্রেনে এই লুপ চলেছে?
আমি বুঝতে পারছি আমি এই সময়ে একটুও ঘুমাইনি আমার ব্রেন সচেতন ছিলো এবং এই লুপে যখন দিক বিদিক হারিয়েছে তখন আমি বার বার সাইড চেন্জ করেছি তখনো আমার মনে হয়েছে আমি ঘুমাইনি আমি যাস্ট সেই অবস্থা থেকে সজাগ হতে পারছিলামনা৷
0Comments
Post a Comment