আমি অবশ্যই দশটা ভিন্ন ভিন্ন ব্লগে ভিন্ন ভিন্ন তথ্য খোঁজার থেকে এক জায়গায় আমার সকল প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে চাইবো। জ্বী বলছিলাম ChatGPT র কথা । প্রথম যখন চ্যাট জিটির beta ভার্সন চালিয়েছিলাম তখন ঘুনাক্ষরেও ভাবিনি এই chat bot টি এত শক্তিশালী হয়ে মার্কেটে আসছে। আমি মুলত বিভিন্ন সময় ইমেইল লিখতে এবং ফান করতে ChatGPT র বেটা ভার্সনে টু মারতাম। মাঝে মাঝে মন যা চাইতো তাই প্রশ্ন করতাম আর উত্তর গুলোকে ফানি ভাবে নিতাম। অথচ দেখেন ২০২৩ সালে এসে সেই চ্যাটজিপিটি এতটা শক্তিশালী হয়ে আসলো যে বড় বড় সার্চ ইন্জিন গুলো এখন একে সবচেয়ে বড় থ্রেট হিসাবে দেখছে। কে কখন ভেবেছে এত সহজে গুগলের মার্কেট কমে যাবে? কে কখন ভেবেছে মানুষ Quora তে প্রশ্ন জিজ্ঞাসা না করে মানুষ একটা bot এর কাছে প্রশ্ন জিজ্ঞাস করবে? মজার ব্যাপার হলো আজ কাল Quora র অনেক উত্তর আর মানুষ নিজেরা লিখে দেয় না। তারা একই প্রশ্নটা ChatGPT র কাছে করে আর উত্তর নিয়ে আবার Quora তে গিয়ে সেটা সাবমিট করে। আরো মজার ব্যপার হলো এই বট টি মানুষের মত করে উত্তর লিখতে পারে। সহজে ধরতে পারা যায়না এটা কোন মানুষ লিখেনি। (যদি আপনি একবার Promt লিখা শিখে যান।)
ChatGPT র একটা মজার ব্যপার হলো এত সুন্দর করে সে বানিয়ে বানিয়ে গল্প বলতে পারে। বিষয়টা সত্যি ভয়ংকর। যেকোন বিষয়ের উদাহরন দিতে সে বানিয়ে বানিয়ে গল্প বলে উত্তর দিবে যা কন্টেক্সের সাথে হুবহু মিলে যায়। আমি বিষয়টাকে একদিক থেকে থ্রেট ও মানুষের উন্নতির, দুইটা দিক থেকেই দেখছি। এই বটটি নিজে নিজে কবিতা লিখতে পারে, ছন্দ মিলিয়ে দিতে পারে। শব্দ Selection এর পারদর্শীতা মানুষের থেকে অনেকক্ষেত্রে উন্নত।
থ্রেটের দিকটা হচ্ছে মানুষ যদি বট কেন্দ্রিক হয়ে যায় তাহলে এই বট গুলোদিয়ে manipulation এর শিকার হবে, হয়ত তা নিকট ভবিষ্যতে। এই বট গুলো মানুষের সাইকোলজিতে খুবই সুক্ষ্য ভাবে বিভিন্ন মতাদর্শ ও সিদ্ধান্ত প্রবেশ করাতে পারবে। একসময় হয়ত সরকারগণ এই সব বট ব্যবহার করে নিজেদের প্রচারনা চালাবে মানুষের এটেনশন গ্রাব করার চেস্টা করবে। ব্যবসায়ীগণ নিজেদের পন্যের গুণগান গাইবে বা মার্কেটিং করবে। কিভাবে? ধরুন আপনি ChatGPT র কাছে জিজ্ঞাস করলেন best xyz products .... তখন সে কৌশলে অনেক নতুন কোম্পানির পন্য সাজেস্ট করবে যা হয়ত ধরাই যাবে না। যখন মানুষ পন্যের রিভিউ মানুষের থেকে না নিয়ে কোন বটের থেকে নিবে তখন এমন ঘটনা ঘটা অতি স্বাভাবিক হবে।
যাই হোক, চ্যাট জিপিটির জন্য আমার স্টাডি করা খুবই সহজ হয়েছে। তবে মাঝে মাঝে ক্রস চেক করতে গুগল করি। তবে আস্তে আস্তে যদি ব্লগের প্রচলন এই চ্যাট বটের জন্য কমে যায় তখন কেমন ভয়াবহ পরিস্থিতি হবে আমি অন্তত এখন অনুমান করতে পারছিনা।
0Comments
Post a Comment